ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬৭ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩শ’ জন।



চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশ থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ১।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ১৪ বছরের মধ্যে এতো বড় ভূমিকম্প আর হয়নি। রোববার এ শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানলো।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, ভূমিকম্পে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে এখনো বাড়িতে আটকা পড়েছেন।

উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। ভূমিকম্পটির ব্যাপ্তি প্রায় ১০ কিলোমিটারজুড়ে ছিল বলেও জানিয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যম।

১৯৭০ সালে প্রদেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।