ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলে হামলা অপরাধ, গাজায় ৭ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
স্কুলে হামলা অপরাধ, গাজায় ৭ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকার জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের আকাশপথে হামলাকে ‘অপরাধ’ বলে জানিয়েছে জাতিসংঘ।

অন্যদিকে, আকাশ পথে স্কুলে বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার পর ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ।



এরপর ইসরায়েল এক তরফাভাবে সাত ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেয়। স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা হামলা চালাবে না বলে ঘোষণা দেয়।

তবে হামাস ইসরায়েলের কথায় বিশ্বাস না করার জন্য গাজীবাসীকে সতর্ক করে দিয়েছে।

জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর সংস্থাটির মহাসচিব বান কি মুন ইসরায়েলের সমালোচনা করে বলেন, জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা ‘নৈতিকতার স্খলন ও শাস্তিযোগ্য অপরাধ। ’

তিনি বলেন, স্কুলে ইসরায়েলের হামলার ঘটনা মানবাধিকার  ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি জানান, জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের বোমা হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছে।

জাতিসংঘের সমালোচনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টি প্রকাশের পর পরই ইসরায়েল সোমবার গাজায় সাত ঘণ্টার যুদ্ধ বিরতির ঘোষণা দেয়।

অপরদিকে, ইসরায়েল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইওয়াভ মরদেচাই সংবাদমাধ্যমকে জানান, গাজা উপত্যকায় জিএমটি সময় সাতটা থেকে সাত ঘণ্টার যুদ্ধবিরতি মেনে চলবে ইসরায়েল। তবে রাফাহ এই ঘোষণার আওতাভুক্ত নয়।

ইসরায়েলি সেনাবাহিনী গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার ব্যাখ্যা দিয়ে জানায়, রোববার স্কুলের কাছে তিন ইসলামী জঙ্গি মোটরসাইকেলে অবস্থান করছিল। কিন্তু কেউ হতাহতের খবর জানায়নি।

ইসরায়েল সরকারের মুখপাত্র মার্ক রিজেভ সংবাদমাধ্যমকে বলেন, সামরিক এলাকার কাছে যদি কোনো স্কুল থেকে থাকে, তাহলে সেটিও যুদ্ধক্ষেত্রের আওতাভুক্ত হিসেবে ধরা হবে।

এদিকে, মিশরে অবস্থানরত হামাস প্রতিনিধি আবু জুহুরি আল-আকসা টেলিভিশনকে বলেন, ইসরায়েল তাদের ধ্বংসলীলা ধামাচাপা দিতে এক তরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, ইসরায়েলের কথা আস্থায় না আনতে আমরা গাজীবাসীকে আহ্বান জানাচ্ছি।

অপরদিকে, গাজার এক স্বাস্থ্য অধিকর্তা জানান, রোববার ইসরায়েলের হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হামাসও ইসরায়েলকে লক্ষ করে রকেট হামলা করেছে।

** গাজায় জাতিসংঘ স্কুলে ফের হামলা

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪/আপডেটেড: ১০৫৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।