ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খাবার আগে প্রার্থনা করলে ১৫ শতাংশ ছাড়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
খাবার আগে প্রার্থনা করলে ১৫ শতাংশ ছাড়!

ঢাকা: বিশ্বব্যাপী পণ্য কেনা বা সেবা ভোগে ছাড়ের কমতি নেই। কিন্তু খাবারের আগে প্রার্থনা করে ছাড়, এরকম বোধহয় আগে শোনা যায়নি।



যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি রেস্তোরাঁয় এমনই অদ্ভুত ছাড় দেওয়া হয়।

ম্যারি’স গরমেট ডিনার নামের ওই রেস্তোরাঁয় গত চার বছর ধরে এই ছাড় দেওয়া হয়। খাবারের আগে প্রার্থনা করলে ১৫ শতাংশ ছাড় পান ভোক্তারা। খবর ওয়াশিংটন টাইমস।

রেস্তোরাঁর মালিক ম্যারি হ্যাগলান্ড জানান, ছাড়ের ব্যাপারটি কোনো নীতি নয়, এটি ক্রেতাদের জন্য উপহারস্বরূপ। যারা আমাদের রেস্তোরাঁয় কিছু সময় কাটিয়ে খাবারের সমাদর করলেন, উপহারটি তাদের জন্য।

প্রার্থনার বিষয়টি নিয়ে ম্যারি বলেন, এটি ধর্মীয় কোনো ব্যাপার নয়, তবে আধ্যাত্মিক।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।