ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সেনা অভিযানের কথা ভাবছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
ইরাকে সেনা অভিযানের কথা ভাবছেন ওবামা

ঢাকা: ইরাকে সেনা অভিযানের কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

জঙ্গিদের তৎপরতার মুখে আটকে পড়া ইরাকিদের উদ্ধারে তিনি এ অভিযানের কথা বিবেচনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিরাপত্তা দলের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি ইসলামী জঙ্গি আইএসআইএসের আক্রমণের ফলে মানবিক বিপর্যয়ে পড়েছেন প্রায় ৪০ হাজার ইরাকি। তাই এই সামরিক অভিযান একটি মানবিক অভিযান হতে পারে বলে ওবামা প্রশাসন যুক্তি দেখিয়েছে।

‘ওখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে’, ওবামা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে’।

তবে দেশটির প্রশাসন আইএসআইএসের বিরুদ্ধে আক্রমণে যেতে কিছুটা দ্বিধায় রয়েছে। তারা আশা করছে ইরাকে একটি নতুন প্রশাসন আসবে খুব তাড়াতাড়ি।

পেন্টাগন ও ওবামা প্রশাসন উভয়েই ভাবছে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নূর কামাল আল-মালিকি পদত্যাগ না করা পর্যন্ত কোন রকম আক্রমণ চালানো হবে না।

কিন্তু প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইরাকের সাম্প্রতিক ঘটনা তাদের সম্ভাব্য আক্রমণকে তরান্বিত করছে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ০৭, ২০১৪/আপডেটেড-১১০৮ ঘণ্টা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।