ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে হামলার অনুমতি ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
ইরাকে হামলার অনুমতি ওবামার বারাক ওবামা

ইরাকের জঙ্গি সংগঠন আইএসআইএস’র বিরুদ্ধে বিমান হামলার অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা ঘোষণা দেন, যদি সংগঠনটি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা ইরাকে সংখ্যালঘুদের হত্যা করতে থাকে তবেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চলবে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

ইরাকের খ্রিস্টান অধ্যুষিত কারাকোশ অঞ্চলে বিদ্রোহীদের হামলার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এ হামলা অনুমতি দেওয়া হলো।

আরেকটি ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াতে চায় না একথা উল্লেখ করে ওবামা বলেন, ইরাকে সৈন্য পাঠানো হবে না।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজে এক ভাষণে ওবামা বলেন, আইএস যোদ্ধাদের কারণে সিনজাই প্রদেশে আটকে পড়া ইয়াজিদি সম্প্রদায়ের খ্রিস্টানদের সাহায্যে যুক্তরাষ্ট্র উড়োজাহাজ থেকে খাদ্য ও পানি ফেলেছে।

ওবামা বলেন, বিশ্বে যখনই কোনো সঙ্কট সৃষ্টি হয় তখনই যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না বা করা উচিত না। তবে ‘বিরাট আকারে’ সহিংসতা হলে যুক্তরাষ্ট্র ‘অন্ধ’ হয়ে থাকতে পারে না। বিশেষ করে ইরাকি সরকার যখন সাহায্য প্রার্থনা করে।

তিনি বলেন, গণহত্যা রোধে আমরা দায়িত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে কাজ করতে পারি।

তিনি আরো বলেন, আইএস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চলবে। তিনি বলেন, ইরাকে স্থিতিশিলতা ফিরিয়ে আনার জন্য একটি ‘মডারেস্ট’ বাহিনীকে সাহায্য করার দায়িত্ব মার্কিন সরকারের।

গত বুধবার ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় শহর কারাকোশ দখলে নেয় আইএস। ভয়ে শহর  ছেড়ে পালায় এক চতুর্থাংশ খ্রিস্টান।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।