ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শাসন ব্যবস্থা স্বচ্ছ করতে মোদীর নতুন ফর্মুলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
শাসন ব্যবস্থা স্বচ্ছ করতে মোদীর নতুন ফর্মুলা নরেন্দ্র মোদী

ভারতের শাসন ব্যবস্থাকে স্বচ্ছ ও দক্ষ করে তুলতে আমলাদের জন্য ১৯টি নতুন ফর্মুলা বের করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলছেন, নতুন এসব নিয়ম-কানুন রাজনৈতিক নিরপেক্ষভাবে শুধুমাত্র জনস্বার্থে কাজে লাগানো হবে।



 ৬৩ বছর বয়সী মোদী তার নির্বাচনী প্রচারণায় রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি ও লাল-ফিতার দৌরাত্ম্য বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী ১৯৬৮ সালের ভারত পরিসেবা (আচরণ) বিধিতে সংশোধন এনে এসব নীতি বের করেন তিনি।

মে মাসে দায়িত্ব নেওয়ার পর মোদী সরকারি কর্মকর্তাদের দেয়ালে পানের পিকের দাগ মুছে ফেলে অফিস পরিস্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।   এছাড়া পুরোনো ফাইল বা  আসবাবপত্রও পরিষ্কার করার নির্দেশ দেন তিনি।

নতুন আইন অনুযায়ী রাজনীতিবিদদের কোনো ব্যক্তিগত অভ্যাস যা অফিসের নিয়মভঙ্গ ও পরিবেশ নষ্ট হয় তা পরিহার করারও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।