ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পোশাকে তারকাদের হারিয়ে সেরা ভুটান রাজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
পোশাকে তারকাদের হারিয়ে সেরা ভুটান রাজা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক

ঢাকা: ‘ভ্যানিটি ফেয়ার ইন্টারন্যাশনাল বেস্ট-ড্রেসড’ ২০১৪-এর তালিকায় কেট মিডলটন, কেট ব্লানচেট ও ফারেল উইলিয়ামসদের মতো প্রত্যাশিত নামগুলোই ছিল। কিন্তু এসব মহাতারকাদের ভিড়ে একটি নাম কেউ আশা করেন নি।



সেই অপ্রত্যাশিত নামটি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। চলতি বছর সেরা পোশাকের ‘অরিজিনাল’ ক্যাটাগরিতে বাজিমাত করেছেন তিনিই। স্টাইলিশ এই রাজার পোশাকই হয়েছে সেরাদের সেরা।

অতীত ঘেঁটে জানা যায়, আসলেই তিনি প্রশংসনীয় রুচির অধিকারী। কাপড়ে প্রিন্টের সাথে উজ্জ্বল রঙের মিশ্রণ ঘটিয়ে ৩১ বছরের এই রাজা এ সম্মানে ভূষিত হয়েছেন।

এছাড়াও, তার রাজপদবীর রীতি অনুযায়ী চকচকে কাপড় দিয়ে তৈরি পোশাকের কল্যাণে ২০১১ সালের তালিকায়ও ছিল তার নাম।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।