ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে কেরি, বিরোধ নিরসনে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
কাবুলে কেরি, বিরোধ নিরসনে আলোচনা

ঢাকা: আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত জন কেরি।

নির্বাচনের ভোট পুন:গণনা  ও ক্ষমতা হস্তান্তর নিয়ে কেরি কাবুলে রাষ্ট্রপতি প্রার্থী আশরাফ গনি এবং আব্দুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন।

খবর: বিবিসি

আফগানিস্তানের নির্বাচন কমিশন গত ১৪ জুনের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে। এতে আশরাফ গনি ৫৬ দশমিক ৪৪ ভোট পেয়েছেন, অপরদিকে আব্দুল্লাহ আব্দুল্লাহ ভোট পেয়েছেন ৪৩ দশমিক ৪৫ শতাংশ।

এ নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দেয়। একে অপরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে সহিংসতায় জড়িয়ে পড়ে। এতে প্রাণহানীর ঘটনাও ঘটে।

এর মধ্যেই ৮০ লাখ ভোট পুন:গণনার উদ্যোগ নেওয়া হয়। যা নিয়ে দুইপক্ষই নিজেদের অসন্তোষ্টির কথা জানিয়েছে।

এ অবস্থায় গত ১২ জুলাই কাবুলে এসে দুইপক্ষকেই সতর্ক করে দিয়ে যান কেরি। এ সময় তিনি বলেন, দুইপক্ষের হানাহানির সুযোগ বিরোধী তালেবানরা গ্রহণ করতে পারে।

এরপর সমস্যা সমাধানে দুই দিনের সফরে তিনি আবার কাবুলে আসলেন।  

২৫ আগস্টের মধ্যে নির্বাচিত নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি হামিদ কারজাই।

চলতি বছরের শেষেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।