ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যশবন্ত সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যশবন্ত সিং যশবন্ত সিং

ঢাকা: ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপির বহিষ্কৃত শীর্ষ নেতা যশবন্ত সিং (৭৭) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সেনাবাহিনীর নয়াদিল্লির আর অ্যান্ড আর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দুপুরের দিকে নিজের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান যশবন্ত। এসময় তার মাথায় গুরুতর আঘাতও লাগে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক প্রতিরক্ষ‍ামন্ত্রীকে সেনা নিয়ন্ত্রিত আর অ্যান্ড আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যশবন্ত সিংয়ের অবস্থা ‘খুবই গুরুতর’ (ভেরি ক্রিটিকাল)। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সার্বক্ষণিক তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছেন একদল নিউরোসার্জন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যশবন্তের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

প্রধানমন্ত্রীর কার্যালয় ‍সূত্র জানিয়েছে, বিজেপির বহিষ্কৃত এ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন দলের শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি ও দলের সাবেক প্রেসিডেন্ট রাজনাথ সিং। যশবন্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

বিজেপির আগের সরকারে অর্থ, প্রতিরক্ষ‍া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব পালন করেন যশবন্ত।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজস্থানের একটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন যশবন্ত। কিন্তু বিজেপি তাকে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট না দেওয়ায় দল ত্যাগ করেন তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। এ কারণে জ্যেষ্ঠ এ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।