ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতীয় ঐক্যের সরকার

একমত দুই আফগান প্রেসিডেন্ট প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
একমত দুই আফগান প্রেসিডেন্ট প্রার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অাফগানিস্তানে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসানে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনে কাজ করতে একমত হয়েছেন আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট প্রার্থী।

কাবুল সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জন কেরির উপস্থিতিতে শুক্রবার দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ এবং সাবেক অর্থমন্ত্রী আশরাফ গানির আহমেদজাই এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।


 
এর আগে গত জুনে অনুষ্ঠিত ওই প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তোলা হয়। পরে জাতিসংঘের তত্ত্বাবধানে নেয়া হয় পুনরায় ভোট গণনার উদ্যোগ।

চুক্তি স্বাক্ষরের পর আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, জাতীয় ঐক্যকে শক্তিশালী করার পথে এই উদ্যোগ এক ধাপ অগ্রগতি। এই পদক্ষেপ আফগানিস্তানের ভবিষ্যত প্রশ্নে দেশের জনগণের মধ্যে আশা ফিরিয়ে আনবে।

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মেয়াদ শেষের প্রেক্ষিতে গত জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী।

উভয় পক্ষের অনড় অবস্থানে হুমকির মুখে পড়ে গণতান্ত্রিক ব্যবস্থায় দেশটির উত্তরণের প্রচেষ্টা। এ পরিস্থিতিতে মীমাংসার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে আসেন ভাইস প্রেসিডেন্ট জন কেরি।

তার উদ্যোগের ফলেই মূলত খুলে যায় মীমাংসার রাস্তা। উভয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আগস্ট মাসের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ এবং পরবর্তী প্রেসিডেন্টের শপথ গ্রহণের একটি সময় সীমা নির্ধারণে একমত হন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।