ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি আলোচনা সত্ত্বেও ইসরায়েলি হামলা,৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
শান্তি আলোচনা সত্ত্বেও ইসরায়েলি হামলা,৫ ফিলিস্তিনি নিহত

ঢাকা: তিনদিনের যুদ্ধ বিরতি শেষে আবার গাজার ওপর হামলে পড়েছে ইসরায়েলি হানাদার বাহিনী। শুক্রবারের পাশাপাশি শনিবার সকালেও গাজার বিভিন্ন টার্গেটে হামলা চালায় তারা।



শনিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন কমপক্ষে ৫ জন। তাদের মধ্যে গাজার একটি মসজিদ লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনজন। শুক্রবারও গাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত ও ৩১ জন আহত হন। নিহতদের মধ্যে রয়েছে ১০ বছর বয়সী এক বালক।

গাজায় গত আট জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ১ হাজার ৮৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ফিলিস্তিনি নারী,শিশু ও বৃদ্ধ।

এদিকে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই চলছে যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক উদ্যোগ। মিসরের রাজধানী কায়রোতে চলা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, মিসরীয় মধ্যস্থতাকারীরা আলাদাভাবে ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা করেছেন তবে যুদ্ধবিরতির শর্ত ভাঙ্গার জন্য ইসরায়েল ও হামাস এক অপরকে দোষারোপ করেছে। শুক্রবার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

সাধারণত এক অপরের বৈধতাকে প্রত্যাখ্যান করে থাকে ইসরায়েল ও হামাস। হামাসের দাবি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অবৈধ। অপরদিকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইসরায়েল।

জানা গেছে, স্থায়ী যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস ও প্যালেস্টাইনি লিবারেশন অরগানাইজেশন (পিএলও) বেশ কিছু দাবি উপস্থাপন করেছে, যার মধ্যে অন্যতম হলো গত আট বছর ধরে গাজায় আরোপিত ইসরায়েলের জল,স্থল ও আকাশ পথের অবরোধ প্রত্যাহার। পাশাপাশি ইসরায়েলি কারাগারে আটক গুরুত্বপূর্ণ ১২৫ জন ফিলিস্তিনিকে বন্দিকে ছেড়ে দেয়ারও দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।