ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বাস খাদে পড়ে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
চীনে বাস খাদে পড়ে নিহত ৪৪

ঢাকা: চীনের দক্ষিণ তিব্বতে পর্যটকবাহী একটি বাস অন্য দুটি বাসের সঙ্গে সংঘর্ষের পরে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৪৪ জন পর্যটক নিহত হয়েছেন।

চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানায়, বাসটি রাস্তা থেকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।



সংস্থাটি জানায়, বাসটি অন্যদুটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে এটি খাদে পড়ে যায়।

শনিবার স্থানীয় সময় ১৬:২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত দুইটা)  চীনের নিমো কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এটি হাসা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ঘটেছে।

চীনের বেশির ভাগ কাউন্টির সড়কই বিপদসঙ্কুল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা মৃতদেহ ও বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।