ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ নিখোঁজ

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের কোলারাডো রাজ্যে দুই আরোহীসহ ছোট একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি হয়ত বিধ্বস্ত হয়েছে।



এ বিষয়ে দ্য ডেনভার পোস্ট জানায়, উদ্ধারকারী দল শনিবার রাতেই উড়োজাহাজ বিধ্বস্তের সম্ভাব্য স্থান রাউট কাউন্টিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।

এদিকে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রশনের এক মুখপাত্র অ্যালান কেনিটাজার জানান, উড়োজাহাজটি পাইপার পিএ-১৮ মডেলের এবং এতে বিদেশগামী দুজন আরোহী ছিলেন।

ইনসিডেন্ট কমান্ডার ফর রাউট কাউন্ট সার্চ অ্যান্ড রেসকিউ জিম লিনভিল জানান, ধারণা করা হচ্ছে উড়োজাহাজটি র‌্যাবিট ইয়ার্স পাস এলাকায় বিধ্বস্ত হয়েছে।

তিনি আরো জানান, কয়েক বছরের মধ্যে আরো তিনটি উড়োজাহাজ এ এলাকায় বিধ্বস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।