ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ৫শ’ লোককে হত্যা করেছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
ইরাকে ৫শ’ লোককে হত্যা করেছে জঙ্গিরা

ঢাকা: ইরাকের উত্তর-পূর্বাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে ইসলামিক স্টেট অ্যান্ড দ্য লেভ্যান্টের (আইএসআইএল) জঙ্গিরা অন্তত ৫০০ লোককে হত্যা করেছে।

দেশটির মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



খবরে বলা হয়, তাদের হত্যা করে গণকবরে সমাধিস্থ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে। হত্যাকাণ্ডের শিকার লোকদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

একইসঙ্গে মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানায়, জঙ্গিরা প্রায় ৩০০ নারীকেও অপহরণ করেছে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চল থেকে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।