ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে টাইফুনে ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
জাপানে টাইফুনে ১০ জনের প্রাণহানি

ঢাকা: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা টাইফুন হ্যালংয়ে কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

টাইফুনের প্রভাবে ওই অঞ্চলে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বৃষ্টিপাতের কারণে ভূমিধস, বন্যা এমনকি টর্নেডোর আশঙ্কায় সবাইকে সর্তক থাকতে বলেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালানোর পর‍ টাইফুনটি সোমবার সকালে জাপান সমুদ্র অতিক্রম করে রাশিয়ার পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।    

এদিকে, নিহতদের মধ্যে একজন ইরানী নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রোববার মধ্যরাতে জাপানের অকি জেলায় আছড়ে পড়ে টাইফুন হ্যালং। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার। টাইফুনের আঘাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থাপনা ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

মাত্র মাসখানেক আগেই টাইফুন নিওগুরির আঘাতে জাপানের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়। সে ক্ষতি পুষিয়ে না উঠতেই ফের টাইফুনের কবলে পড়ল দেশটি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।