ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা

ঢাকা: ইরাকের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির বাসভবন লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

স্থানীয় পুলিশের সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায় রাজধানী বাগদাদে অবস্থিত প্রধানমন্ত্রীর বাড়ি সংলগ্ন একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী।



তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি নতুন প্রধানমন্ত্রীর অফিস।

ইরাকের চলমান সঙ্কট অবসানে নূরী আল মালিকির পরিবর্তে প্রধানমন্ত্রী হিসেবে উদারপন্থি শিয়া আবাদিকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।

দেশটির বর্তমান অবস্থা ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের উত্থানের জন্য সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি অনেকাংশে দায়ী বলে মনে করেন সমালোচকরা। নিজের শাসনামলে কর্তৃত্বপরায়ন ও সাম্প্রদায়িক শাসক হিসেবে কুখ্যাতি লাভ করেন তিনি।

এর আগে ইসলামিক স্টেট অব ইরাকের অগ্রগতি রোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানায় ইরান ও যুক্তরাষ্ট্র। তবে ওই আহ্বান প্রত্যাখ্যান করেন মালিকি। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নিয়োগেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।