ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাচ ভেঙে যাওয়ায় প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
কাচ ভেঙে যাওয়ায় প্লেনের জরুরি অবতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: ২৭২ যাত্রী নিয়ে সিডনি থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয় থাই এয়ারওয়েজের বোয়িং-৭৪৭ উড়োজাহাজ। পথে ককপিটের কাচ ভেঙে গেলে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

তবে এতে যাত্রীরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হন নি।

মঙ্গলবার বিকেলের এ ঘটনা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ককপিটের কাচ ভেঙে গেলে প্লেনের ভেতরে প্রেসার কমে যায়। ফলে প্লেনটি বালি বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অবতরণের পর প্লেনের যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়। এরপর তাদের আশপাশের হোটেলে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।