ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশেও কাজ শুরু করছে ব্রিটানিয়া বিস্কুট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
বাংলাদেশেও কাজ শুরু করছে ব্রিটানিয়া বিস্কুট

ঢাকা: ভারতের জনপ্রিয় বেকারি সামগ্রীর প্রতিষ্ঠান ব্রিটানিয়া বাংলাদেশেও কাজ শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে কিছু কাজও তারা করেছে।

কোম্পানিটি আশা করছে, এ বছরই তারা উৎপাদনে যেতে পারবে।

কোম্পানিটি বেকারি সামগ্রী বিস্কুট, কেক ও পাউরুটির জন্য বিখ্যাত। একইসঙ্গে ব্রিটানিয়া ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড (বিআইএল) শ্রীলঙ্কাতেও কাজ শুরুর ঘোষণা দিয়েছে।

গত মঙ্গলবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরুণ বেরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা সার্কভূক্ত দেশগুলিতে কাজ করার পরিকল্পনা করছি। বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। তাদের খাদ্যাভ্যাস সম্পর্কেও আমাদের ভাল ধারণা আছে। সেখানে কাজ করার জন্য প্রাথমিক কিছু কাজও আমরা শুরু করেছি। ’

বরুণ বেরী এ সময় জানান, কোম্পানির চেয়ারম্যান নুসিল ওয়াদিয়াই বার্ষিক সভায় এ বিষয়টি উপস্থাপন করেন।

সারাবিশ্বে ব্রিটানিয়ার প্রায় ২৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে। উৎপাদন বাড়াতে কোম্পানিটি আগামী দুই বছরে আরো ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

বরুন জানান, এছাড়াও খাদ্যমান নিয়ন্ত্রণ ও পরীক্ষার জন্য ২০ কোটি টাকা ব্যয়ে তারা ভারতের বাঙ্গালোরে নতুন একটি  সেন্টার গড়ে তুলবেন।

ময়দা ও দুধের উর্ধ্বমুখী দামের কারণে যদিও ব্যবসা নিন্মমুখী তবে ব্রিটানিয়ার নীতি হচ্ছে পণ্য উৎপাদনের খরচ কমিয়ে মানুষকে উপযুক্ত খাদ্য সরবরাহ করা।  

মঙ্গলবার ব্রিটানিয়া এ বছরের প্রথম ত্রৈমাসিক উৎপাদন সময় পার করলো। এ সময় এর লভ্যাংশ হয়েছে ১৫ ভাগ। বাজারে ব্রিটানিয়ার পণ্যের চাহিদাও বাড়ছে।

বেরী বলেন, এটা হচ্ছে কোম্পানি কৌশলগত অবস্থান যে, আগামী ২/৩ বছরের মধ্যে এর কাঁচামাল আমদানির হার ৫০:৫০ থেকে ৬০:৪০ নামিয়ে আনা হবে।

তিনি বলেন, ব্রিটানিয়ার আউটলেটে বেকারি সামগ্রী বিক্রি করা হচ্ছে। এগুলো আবার যাচাই-বাছাই করা হবে। তবে আমাদের ব্যবসায়িক কারণে নয়, এটা করা হবে খুচরা বিক্রি ও লোকসানের মাত্রা কমাতে। কারণ, ২০১৩-১৪ অর্থবছরের ২০ হাজার কোটি রুপি লেনদেনের মধ্যে ২ কোটি রুপি লোকসান হয়।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।