ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ তরুণ নিহত

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

ঢাকা: পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভরত যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইয়ের বাসিন্দাদের ওপর টিয়ার গ্যাস ও গ্যাস বোমা নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার রাতে সেন্ট লু‌ইয়ের ফারগুসনে বিক্ষোভকারীদের মিছিলে পুলিশ এ ‘হামলা’ চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



এদিকে, বিক্ষোভকারীদের ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওই দুই সাংবাদিক জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে তারা অবস্থান করছিলেন। এ সময় পুলিশ এসে রেস্টুরেন্টের সবাইকে বেরিয়ে যেতে বলেন। তারা বের না হলে আটক করা হয়।

কোনো কারণ ছাড়াই তাদের আটক করা হয়েছে বলে জানান ওই দুই সাংবাদিক।

শনিবার পুলিশের গুলিতে নিহত হন মাইকেল ব্রাউন (১৮) নামের ওই তরুণ। পরপর চার রাত ধরে সেখানে চলে দাঙ্গা, লুটতরাজ, গাড়িভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ।

গত রোববার রাত থেকে শুরু হওয়া এ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন লোককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, পুলিশের গাড়ির মধ্যে ধস্তাধস্তির সময় গুলিবিদ্ধ হয় ওই তরুণ। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাত উঁচু করে আত্মসমর্পণের সময় নিরস্ত্র ওই তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতেও স্থানীয় পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে বিক্ষোভ করে ক্ষুব্ধ শহরবাসী। এসময় পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ছুঁড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনা তদন্তে কাজ শুরু করছে এফবিআই। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন এই মামলা সম্পূর্ণ তদন্তের দাবি রাখে।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ জনতার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা ওবামা।   পাশাপাশি তরুণ নিহত হওয়ার ঘটনাকে হৃদয়বিদারক হিসেবেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।