ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের দোনেৎস্কে ভারী গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
ইউক্রেনের দোনেৎস্কে ভারী গোলাবর্ষণ

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত শহর দোনেৎস্কে ভারী গোলাবর্ষণের (আর্টিলারি শেল) খবর পাওয়া গেছে। তবে, কারা এ কাদের লক্ষ্য করে এ গোলাবর্ষণ করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, রাশিয়ার সাহায্য পণ্যবাহী শতাধিক লরি যখন লুহানস্ক অঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল তখনই এ ধরনের খবর পাওয়া গেছে। ওই লরিগুলোর ঠিক গন্তব্য সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের মধ্যাঞ্চলের অফিসগুলোতে দ্রুত ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা দেওয়ার পর লোকজন বাড়ি ফিরে গেছে।

ক্রিমিয়া নিয়ে ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা বিশ্বের সঙ্গে ‘নিষেধাজ্ঞা আরোপের’ লড়াই চলছে রাশিয়ার।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।