ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে ১৪ সরকার বিরোধীর যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
বাহরাইনে ১৪ সরকার বিরোধীর যাবজ্জীবন

ঢাকা: বাহরাইনে ১৪ সরকার বিরোধী রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত।

এই চৌদ্দজনের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়।



২০১১ সালের আরব বসন্তের সময় উপসাগরীয় দেশ বাহরাইনেও সরকারি বিরোধী বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠী সুন্নি রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে নামে।

অবশ্য পরবর্তীতে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের সহায়তায় ওই বিক্ষোভ দমন করে বাহরাইনি শাসকগোষ্ঠী। তবে এখনও দেশটিতে বিচ্ছিন্নভাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে থাকে।  

তবে দেশটির শাসকগোষ্ঠীর দাবি বাহরাইনে অস্থিরতার সৃষ্টির জন্য সরকার বিরোধীদের উস্কানি দিচ্ছে প্রতিবেশী ইরান। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।