ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এমএইচ৩৭০’র যাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
এমএইচ৩৭০’র যাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন!

ঢাকা: পাঁচ মাস হতে চলল এমএইচ৩৭০ বিমান নিখোঁজ হয়েছে। মালয়েশিয়ান এ বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগরে নিঁখোজ হয়।



এর মধ্যে দুর্ঘটনায় নিখোঁজ চার যাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নতুন রহস্যের জন্ম দিল।    

ডেইলি মেইল অনলাইন জানায়, চার নিখোঁজ যাত্রীর ব্যাংক ‍অ্যাকাউন্ট থেকে মোট টাকা তোলা হয়েছে মোট ২০ হাজার ৯১৬ পাউন্ড যা বাংলাদেশী মুদ্রায় ২৭ লাখ ৬০ হাজার ৯১২ টাকা।  

মালয়েশিয়ার কুয়ালা লামপুরের ‍একটি ব্যাংক জানায়, গত ১৮ জুলাই তাদের অ্যাকাউন্টে হিসাবের গরমিল পাওয়া যায়।   

পুলিশ কাছে অভিযোগের আগে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন তদন্ত বিভাগের সহকারী কমিশনার ইজানি আবদুল ঘানি।

খবর আরও জানায়, জুলাই ১৮ তারিখেই টাকাটি তোলা হয়। তুলে নেওয়ার আগে তিন যাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চতুর্থ যাত্রীর অ্যাকাউন্টে রাখা হয়।

মিরর পত্রিকার বরাতে ইজানি বলেন, অনুমতি ছাড়া টাকা তোলার অপরাধে আমরা বিষয়টি তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করতে আমরা ব্যাংক থেকে গোপন ক্যামেরার ফুটেজ পেয়েছি।  

সূত্র জানায়, কোনো একটি এটিএম বুথের মাধ্যমে চতুর্থ যাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।