ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি এয়ারফোর্স ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
পাকিস্তানি এয়ারফোর্স ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১০

ঢাকা: পাকিস্তানের কোয়েটায় এয়ারফোর্সের দুটি ঘাঁটিতে তালেবান সমর্থিত জঙ্গিদের হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছেন।

এ ছাড়া এ ঘটনায় ১৩ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যও আহত হয়েছেন।



বৃহস্পতিবার রাতে পাকিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ এ শহরে হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম জানাচ্ছে, জঙ্গিরা ঘাঁটিতে প্রবেশ করতে ব্যর্থ হয়। এ নিয়ে জুন মাস থেকে অন্তত তিনবার বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালালো জঙ্গিরা।

এদিকে, পাকিস্তানি তালেবানের সহযোগী একটি জঙ্গি সংগঠন ফাইদ্বীন ইসলাম এ হামলার দায় স্বীকার করেছে।

এ সংগঠনের কমান্ডার পরিচয় দিয়ে গালিব মেহসুদ সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ওয়াজিরিস্তানের নিরীহ মানুষকে হত্যা করছে। এর প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।

তিনি জানান, তিনি মূলত আত্মঘাতী হামলা চালানোর বিষয়ে প্রশিক্ষণ দেন।

মেহসুদ জানান, আগামী আরো এ ধরনের হামলা চালানো হবে।

এদিকে, প্রাদেশিক ইন্সপেক্টর জেনারেল মুহাম্মদ আমলিশ জানান, হতাহতদের বেশির ভাগই খালিদ এয়ারফোর্স ঘাঁটিতে হামলাকারী। এ ছাড়াও সামুঙ্গলিতে হামলার ঘটনা ঘটেছে।

এখানকার এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, তারা কমপক্ষে আটটি বিস্ফোরণের শব্দসহ গুলির শব্দ শুনেছেন।

অন্যদিকে, বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগটি জানান, তারা চারটি বোমাকে নিষ্ক্রিয় করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।