ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঝড়ে পাকিস্তানে শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
ঝড়ে পাকিস্তানে শিশুসহ নিহত ১৬

ঢাকা: ঝড় ও বৃষ্টিতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮২ জন।



কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, ঝড়ে প্রদেশটির রাজধানী পেশোয়ারসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে ‍অনেক ঘরবাড়ি।

নিহতদের মধ্যে নয়টি শিশু রয়েছে বলে জাহির-উল-ইসলাম নামে পেশোয়ারের এক জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এছাড়া ২৫ শিশুসহ আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।