ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়াজিদি সম্প্রদায়ে ‘গণহত্যা’ চালিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
ইয়াজিদি সম্প্রদায়ে ‘গণহত্যা’ চালিয়েছে আইএস

ঢাকা: ইরাকের উত্তরে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে সুন্নিপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার পরিচালিত তাদের গণহত্যার বলি হয়েছেন কমপক্ষে ৮০ ইয়াজিদি।



ইরাকের এক সংসদ সদস্য এবং দুই কুর্দি কর্মকর্তা শুক্রবার বিষয়টি জানিয়েছে।

জ্যৈষ্ঠ কুর্দি কর্মকর্তা হোশিয়ার জোবারি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ওইদিন বিকেলে আইএস বিদ্রোহীরা গাড়িতে চেপে সিনজারের ৪৫ কিলোমিটার দূরে ইয়াজিদিদের গ্রামে গিয়ে হত্যা শুরু করে। জঙ্গিরা বলে, হয় ইসলাম গ্রহণ করো, নয় মৃত্যুকে গ্রহণ করো।

হোশিয়ার জেবারি দাবি করেন, হত্যাকাণ্ড চালিয়ে গ্রামের নারী ও শিশুদের তুলে নিয়ে গেছে বিদ্রোহীরা।

ইয়াজিদির এক সংসদ সদস্য মাহামা খলিল গ্রামের লোকদের বরাত দিয়ে বলেন, আইএস একঘণ্টা সময় ধরে এ হত্যাকাণ্ড চালায়।

তিনি আরও বলেন, পাশের গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইএসরা পাঁচদিন ধরে ইয়াজিদিদের ইসলাম ধর্মগ্রহণ করার জন্য প্ররোচিত করছিলো। তাদের কথা যেসব ইয়াজিদি শুনেনি তাদের ওপর গুলি চালানো হয়েছে।

ইরাকের মানবাধিকার মন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানান, আইএস জঙ্গিরা এ পর্যন্ত ইরাকের ৫০০ ইয়াজিদিকে হত্যা করেছে। নারী ও শিশুসহ কয়েকজনকে জীবিত কবর দেওয়া হয়েছে। এছাড়া ৩০০ নারীকে দাস হিসেবে ব্যবহারের জন্য তুলে নিয়ে গেছে।

সাম্প্রতিকালে হামলা-ভয়াবহতার জন্য তালেবানকে ছাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় চলে এসেছে আইএস জঙ্গিরা। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস সীমান্তঘেঁষে আইএস জঙ্গিদের হামলায় হাজার হাজার ইয়াজিদি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ঘরছাড়া হয়েছেন।

আইএস জঙ্গি দমনে ব্যর্থ হয়েই আন্তর্র্জাতিক চাপে পড়ে গতকাল পদত্যাগ করেন নূরি আল-মালিকি। অন্যদিকে তাদের দমনে ২০০১ সালের পর ইরাকে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।