ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামাকে মিডিয়ার দুশমন বললেন নিউইয়র্ক টাইমসের রিপোর্টার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
ওবামাকে মিডিয়ার দুশমন বললেন নিউইয়র্ক টাইমসের রিপোর্টার বারাক ওবামা

ঢাকা: নিউইয়র্ক টাইমসের রিপোর্টার জেমস রাইজেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রজন্মের মিডিয়ার সবচেয়ে বড় শত্রু বলে অভিহিত করেছেন। তথ্যসূত্র প্রমাণে ব্যর্থ ও তথ্য ফাঁসকারী সাবেক এক সিআইএ এজেন্টের বিরুদ্ধে আদালতে স্বাক্ষী দেওয়ার জন্য তাকে সম্প্রতি কারাদণ্ড দেওয়া হয়েছে।



সহকর্মী মৌরেন দৌদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, যেসব সাংবাদিক যুক্তরাষ্ট্রের দুর্বল শাসন ব্যবস্তা নিয়ে রিপোর্ট করেন তাদেরকে প্ররোচিত করে থাকেন ওবামা।

তিনি বলেন, ওবামা বাইরে বাইরে মিডিয়ার স্বাধীনতার কথা বললেও তার আসল রুপ কেউ জানে না। তিনি আসলে মিডিয়ার সবচেয়ে বড় শত্রু।

ইরানের গোপন পারমাণবিক অস্ত্র নিয়ে রিপোর্ট করে তা আদালতে প্রমাণে ব্যর্থ হওয়ার কারাদণ্ড দেওয়া হয় রাইজেনকে। ‘সোর্স’ প্রমাণে করতে ব্যর্থ হওয়ায় নিউইয়র্ক টাইমসের প্রথম সাংবাদিক হিসেবে তিনি কারাগারে যাচ্ছেন।

এর আগে নিউইয়র্ক টাইমসের জুডিথ মিলারকে আদালত অবমাননার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।