ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় উত্তর প্রদেশে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
বন্যায় উত্তর প্রদেশে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে অনেক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বন্যায় বাহরাইচ, বলরামপুর, গোন্দা, লক্ষ্মীপুর, বারাবানকি, সিতাপুর, ফাইজাবাদ, আজমঘরসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সহস্রাধিক ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে।

এর আগে সোমবার বন্যায় উত্তর প্রদেশে ২৮ জনের প্রাণহানির খবর জানায় সংবাদমাধ্যম। বন্যায় অর্ধশত মানুষ নিখোঁজের পাশাপাশি ৬০ হাজার মানুষ গৃহহারা হয়েছেন।

রাজ্যে এখন পর্যন্ত ১৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগ মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকতে বলা হয়েছে। সব চিকিৎসকের ছুটি বাতিলের পাশাপাশি সেনাবাহিনী ও স্বরাষ্ট্র সীমা বল বাহিনীকে (কেন্দ্রীয় আর্মড পুলিশ) পরিস্থিতি মোকাবেলায় মাঠে ডেকেছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময় ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।