ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় জেলের ওপর হামলে পড়লো কুমির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
অস্ট্রেলিয়ায় জেলের ওপর হামলে পড়লো কুমির ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ায় এক জেলের ওপর হামলে পড়েছে কুমির। এতে ৫৭ বছর বয়সী ওই জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, পরিবারের সদস্যদের নিয়ে অ্যাডিলেড নদীতে মাছ শিকারে যান ওই জেলে। এ সময় সাড়ে চার মিটার লম্বা কুমিরটি তার ওপর হামলা চালায় ও তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।

চিৎকার শুনে জেলের স্ত্রী দৌড়ে এসে কুমিরটিকে পানির ওপরে লেজ ঝাপটাতে দেখেন। এর কয়েকঘণ্টা পরই পানিতে ওই জেলের লাশ ভেসে ওঠে।

তবে জেলের নাম জানাতে পারেনি সংবাদমাধ্যম।

চলতি বছর অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরের হাতে মানুষ মৃত্যুর এটি চর্তুথ ঘটনা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।