ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে আলোচনা বাতিল করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
পাকিস্তানের সঙ্গে আলোচনা বাতিল করলো ভারত

ঢাকা: কাশ্মীর ঘটনার জের ধরে পাকিস্তানের সঙ্গে আলোচনা বাতিল করলো ভারত।

মঙ্গলবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ এনে আলোচনা বাতিল করা হয় বলে জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর।



আগামী সপ্তাহে ইসলামাবাদে দু’দেশের পররাষ্ট্র সচিবরা পুনরায় আনুষ্ঠানিক আলোচনায় বসতে চেয়েছিলেন।

ভারতের এ সিদ্ধান্তকে ‘অবস্থার অবনতি’ বলে বর্ণনা করেছে পাকিস্তান।
   
এর আগে সোমবার জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২০টি পোস্ট লক্ষ্য করে দফায় দফায় গুলি করে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স।

দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনা শুরুর এক সপ্তাহ আগে নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) এ উত্তেজনা ছড়ায়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।