ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৫ লাখ ইরাকি শরণার্থীর জন্য জাতিসংঘের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
৫ লাখ ইরাকি শরণার্থীর জন্য জাতিসংঘের সহায়তা ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের ‌উত্তরাঞ্চলীয় পাঁচ লাখ শরণার্থীর জন্য জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।  

তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মাধ্যমে বিমান পরিবহন, গাড়িবহর ও জাহাজে এ সাহায্য পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এ বিষয়ে এক জাতিসংঘ মুখপাত্র বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা পদক্ষেপ।

সম্প্রতি ইরাকের বিস্তীর্ণ উত্তরাঞ্চলীয় এলাকাসহ সিরিয়ার উল্লেখযোগ্য অংশের দখল নেয় ইসলামিক স্টেট। পরবর্তীতে কুর্দিস্তানের রাজধানী আরবিল ও ইরাকের রাজধানী বাগদাদ দখলে নিতে অভিযান শুরু করে জঙ্গিরা।

আইএসের এই অগ্রাভিযান ঠেকাতে জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।