ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি দুর্ঘটনায় পোপের ৩ নিকটাত্মীয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
গাড়ি দুর্ঘটনায় পোপের ৩ নিকটাত্মীয়ের মৃত্যু

ঢাকা: আর্জেন্টিনায় গাড়ি দুর্ঘটনায় পোপ ফ্রান্সিস এর তিন নিকটাত্মীয় মারা গেছেন।

সোমবার গভীর রাতে মধ্য আর্জেন্টিনার করদোভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় পোপের ভাগ্নে  ইমান্যুয়েল বার্গগলিও গুরুতর আহত হন।

নিহতরা হলেন- পোপের ভাগ্নের স্ত্রী এবং  তাদের দুই বছর ও আট মাস বয়সী দুই সন্তান।

পোপের ভাগ্নে পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি চালানো অবস্থায় শস্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ইমান্যুয়েল বার্গগলিওকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পোপ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।