ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামলার জবাবে মার্কিন সাংবাদিকের শিরশ্চ্ছেদ করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
হামলার জবাবে মার্কিন সাংবাদিকের শিরশ্চ্ছেদ করলো আইএস

ঢাকা: হামলার জবাবে ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপ (আইএস) মার্কিন এক সাংবাদিকের শিরশ্চ্ছেদ করেছে। গ্রুপটি সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।

 

জেমস ফলি নামে মার্কিন ওই সাংবাদিক ২০১২ সালের ২২ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

ইরাকে আইএস’র ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রকাশিত ভিডিওতে বলা হয়।

ঘটনার পর ফলির মা ডেনি নিজেকে ছেলের জন্য গর্বিত অনুভব করে বলেন, বিশ্ববাসীর কাছে সিরিয়ার মানুষজনের দুঃখ তুলে ধরতে আমার ছেলে জীবন দিয়েছে।

অনলাইনে আইএস’র ছড়িয়ে দেওয়া পাঁচ মিনিটের ওই ভিডিওতে বলা হয়, আইএস নির্মুলে মার্কিন বিমান হামলা চালানোর জন্য ওবামার দেওয়ার ঘোষণার পরই এ শিরশ্চ্ছেদ করা হয়েছে।

ভিডিওটি যদি সত্যি হয় তবে এ বিষয়ে ‘ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউজ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।