ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দিগো এয়ারলাইনের প্লেনে ধোঁয়া, আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
ইন্দিগো এয়ারলাইনের প্লেনে ধোঁয়া, আতঙ্ক

ঢাকা: ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইন্দিগো এয়ারলাইনের একটি যাত্রীবাহী উড়োজাহাজের আন্ডারক্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মুম্বাই থেকে ছেড়ে আসা ১৫০ যাত্রীবাহী উড়োজাহাজটি বুধবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



তবে আন্ডারক্যারেজ থেকে ধোঁয়া বেরোনোর ব্যাপারটি আগে থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার বুঝতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় এ-৩২০ ফ্লাইটটি।

পরে এয়ারলাইনটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, এটিসি টাওয়ার থেকে আন্ডারক্যারেজে ধোঁয়া বেরোনোর খবর পাওয়ার পরই দ্রুত যাত্রীদের সরিয়ে নিতে ক্রুদের নির্দেশ দেন পাইলট। মাত্র ৭৫ সেকেন্ডের মধ্যেই জরুরি বহির্গমন পথ দিয়ে যাত্রীদের বের করে নেওয়া হয়।

তবে এসময় হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকজন আহত হন বলেও স্বীকার করে এয়ারলাইন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।