ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টিভি বেশি দেখলেই ভুলে যাওয়া রোগ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
টিভি বেশি দেখলেই ভুলে যাওয়া রোগ! সংগৃহীত

ঢাকা: যারা ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশন সেটের সামনে বসে থাকেন, চোখের অসুখের পাশাপাশি তারা ভুলে যাওয়া রোগকেও (ডিমনেশিয়া) জীবনে ডেকে আনেন।

সম্প্রতি এমনি তথ্য দিয়েছেন ভারতের ন্যাশনাল ইনস্টিটউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস’র (নিমহান্স) অধ্যাপক পার্থসারথি সতীশচন্দ্র।



তিনি বলেন, কাজকর্ম রেখে যারা সকাল-সন্ধ্যা টিভি দেখতে বসে থাকেন তাদের জন্য এটা দুঃসংবাদই বটে।

পার্থসারথি বলেন, এ রোগে আক্রান্ত হওয়ার হার বেশি দেখা যাচ্ছে বলিষ্ঠদের মাঝেই। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়োবৃদ্ধদের মধ্যে এই ভুলে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, এটা আমরা আগে থেকেই জানি। কিন্তু চুপ করে শুয়ে-বসে থাকা, ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখা, একাকি সময় কাটানোর কারণেও মস্তিষ্কের কার্যপ্রক্রিয়ার ক্ষমতা কমে যায়।

পার্থসারথির মতে, বেশি বয়সে ভুলে যাওয়া রোগকেই আমরা ডিমনেশিয়া বলে থাকি। কিন্তু এই রোগের কারণে করা ভুল কোনো ছোটখাট ভুল নয়, ডিমনেশিয়ায় আক্রান্ত হলে অনেক ঘনিষ্ঠজনকেও চিনতে পারা যায় না।

নিমহান্স’র প্রখ্যাত এই অধ্যাপক জানান, ডায়াবেটিস, হেড ট্রমা ইনজুরি, অবসাদ, হাইপার টেনশন, রক্তনালী জনিত রোগের কারণেও ডিমনেশিয়া রোগে ধরতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।