ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ক্যালিফোনিয়র পর এবার দক্ষিণ পেরুতে রিখটার স্কেলের ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২১ মিনিটে (লোকাল সময় ২৩.২১মি.) পেরুর টেমবো শহর থেকে ৪৩ কিলোমিটার পূর্ব-উত্তরে এর উপত্তিস্থল বলে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।



তবে এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি এবং ওই শহরে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রিখটার স্কেলের ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর ওই শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

রোববার বাংলাদেশ সময় বিকেল চারটা ২০ মিনিটে অনুভূত হয় এই ভূ-কম্পন।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।