ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যাত্রীর পাগলামিতে প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
যাত্রীর পাগলামিতে প্লেনের জরুরি অবতরণ

ঢাকা: বৃদ্ধ এক যাত্রীর পাগলামির কারণে অস্ট্রেলিয়ান প্লেন জরুরি অবতরণ করেছে। ৮২ বছর বয়সী এক ব্যক্তি প্লেনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পাইলট অবতরণ করেন।

এয়ারক্রাফট চার্টার কোম্পানি জানায়, যাত্রার মাঝপথে প্লেনের নিয়ন্ত্রণ নিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।

পুলিশ জানায়, ব্যবসায়িক কাজে সিডনি থেকে সোমবার ওই বয়স্ক লোকটি চার-সিটার বিচক্রাফট ডাচেস প্লেনটি বরাদ্দ নেয়। কিন্তু মাঝপথেই তিনি অসঙ্গতিপূর্ণ আচরণ করতে থাকেন। কন্ট্রোল স্ট্রিক নিয়ে প্লেনের ইঞ্জিন বন্ধ করতে যান তিনি।

২৩ বছর বয়সী পাইলট বৃদ্ধ যাত্রীকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে একটি মাঠে প্লেনটি অবতরণ করেন।

এয়ারক্রাফট কোম্পানি এক বিবৃতিতে জানায়, পাইলট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তার পেশাদারিত্বের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

পুলিশ ইন্সপেক্টর মার্ক ওয়াল জানান,  সিডনির এক হাসপাতালে মুখে সামান্য আঘাত নিয়ে বৃদ্ধ লোকটি ভর্তি আছেন। তার অবস্থা স্থিতিশীল। পাইলটকেও আচমকা এমন ঘটনার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কেন লোকটি প্লেনের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।