ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষক চিনবে নেল পলিশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
ধর্ষক চিনবে নেল পলিশ! নেল পলিশের আবিষ্কারক চার ছাত্র

ঢাকা: ধর্ষক চিনে নেবে নেল পলিশ। এ-ও কি সম্ভব! সম্ভব।

কারণ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এমন এক নেল পলিশ বের করেছেন যা ডেট রেপ ড্রাগ শনাক্তকরণ করতে পারবে। রফিনল, এক্সন্যাক্স, জিএইচবির মত কিছু ওষুধকে ‘ডেট রেপ ড্রাগ’ বলা হয়।

সারা বিশ্বজুড়েই এই ওষুধগুলো নারীদের পানীয়র মধ্যে মিশিয়ে তাদের অচৈতন্য করে ফেলে। তারপর তাদের ওপর যৌননির্যাতন চালানো হয়। এই নেল পলিশ যৌননির্যাতনের কবলে পড়ার থেকে নারীদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।

ভাবছেন কিভাবে! আন্ডারকভার কালারস নামের এই নেলপলিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগসের সংস্পর্ষে আসলেই রং পরিবর্তন করে ফেলে। শুধুমাত্র আঙুলটি পানিতে ডোবাতে হবে। যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে তাৎক্ষণিক বদলে যাবে পানির রঙ। ফলে নারীরা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।

এই নেলপলিশের মাধ্যমে আঙুল দিয়ে নিজেদের পানীয় সামান্য নাড়াচাড়া করলেই তার মধ্যে ডেট রেপ ড্রাগসের উপস্থিতি টের পেয়ে যাবেন তারা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।