ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকা-ক্যারিবিয়ানে দারিদ্র্য কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
দক্ষিণ আমেরিকা-ক্যারিবিয়ানে দারিদ্র্য কমেছে

ঢাকা: দারিদ্র্য কমেছে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে।

জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৫৬ মিলিয়নের বেশি মানুষ দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেয়ে স্বাবলম্বী জীবন-যাপন করছেন।

  

এ প্রতিবেদনে বলা হয়, ২০০০-২০১২ সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জনসংখ্যার দারিদ্র্যসীমা ৪১.৭ শতাংশ থেকে ২৫.৩ শতাংশে নেমে এসেছে।   

এত বড় অগ্রগতি সত্ত্বেও ইউএনডিপি নতুন করে সতর্ক করে বলেছে, এ অঞ্চলের মোট জনসংখ্যার ৩৭.৮ শতাংশ বা ২০০ মিলিয়ন মানুষ এখনও অর্থনৈতিক বিষয়ে অরক্ষিত রয়ে গেছেন।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য ইউএনডিপি দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম জোরদার করতে আরো বেশি করে বিনিয়োগের আহ্বান জানায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।