ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেনগাজীর বিমানবন্দর ঘিরে লড়াই, ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
বেনগাজীর বিমানবন্দর ঘিরে লড়াই, ৩১ জন নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ার পূর্বাঞ্চলের শহর বেনগাজীর বিমানবন্দরের দখল নিয়ে ইসলামপন্থি যোদ্ধা ও এক সাবেক জেনারেলের অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩১ জন।

নগরীর বেনিনা বিমানবন্দর ঘিরে কয়েক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।



মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুসারী ও ইসলামপন্থি বেনগাজি রেভ্যুলশনারি শুরা কাউন্সিলের মধ্যে এ সংঘর্ষ হয়।

খলিফা হাফতারের অনুসারীরা জঙ্গি বিমানের সহায়তায় বিমানবন্দরে অবস্থান নেয়া ইসলামপন্থি যোদ্ধাদের অবস্থানে হামলা চালায়।

জবাবে ইসলামপন্থিরা বিমান বিধ্বংসী ও দূরপাল্লার কামানের গোলাবর্ষণ করে হামলার জবাব দেয়।

নাম না প্রকাশের শর্তে এক সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায় সংঘর্ষে হাফতারের ২০ জন অনুসারী ও ১১ জন ইসলামপন্থি যোদ্ধা নিহত এবং উভয় পক্ষে ৩৬ জন আহত হয়েছেন।

২০১১ সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ও নিহত হওয়ার পর থেকে লিবিয়াতে বিভিন্ন মিলিশিয়া বাহিনীর মধ্যে সংঘাত-সংঘর্ষ অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৪১০, সেপ্টেম্বর ০২, ২০১৪



 

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।