ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে গজনী প্রদেশে দু’টি গাড়ি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০ জন লোক।



বৃহস্পতিবার সকালে প্রদেশের গজনী শহরে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে পেতে রাখা গাড়ি বোমা হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা সংবাদ মাধ্যমগুলোকে জানান, একটি সরকারি স্থাপনার অদূরে চালানো এ হামলায় কয়েক ডজন দোকান-পাট বিধ্বস্ত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের পর শহরের মধ্যাঞ্চলে এ হামলা চালানো হয়।

গজনী প্রদেশের গভর্নর মুসা খান আকরবজাদা বার্তা সংস্থা এপিকে জানান, ১৩ জনের একটি তালেবান দল এ হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে ৮ হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়া, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।