ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বরযাত্রীবাহী বাস নদীতে, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
কাশ্মীরে বরযাত্রীবাহী বাস নদীতে, নিহত ৩২ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলায় বরযাত্রীবাহী একটি বাস খরস্রোতা নদীতে পড়ে নিহত হয়েছেন কমপক্ষে ৩২ আরোহী। ছয়জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।



পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজৌরি জেলার নওশেরা শহরের নিকটবর্তী স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বর্ষায় উত্তাল পাহাড়ি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলে ন্যাশনাল ডিসাসটার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ সদস্যদের পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির প্রভাবে কাশ্মীরের পাহাড়ি খরস্রোতা নদীগুলো বিপদজনক রূপ ধারণ করে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।