ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ দিনের টানা বর্ষণে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্যায় কমপক্ষে ১৭৫ জনের প্রাণহানি ঘটেছে। গত পাঁচ দশকের মধ্যে বন্যায় এটাই সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি।



রোববার এক বিবৃতিতে কাশ্মীর কতৃপক্ষ জানায়, বন্যায় কমপক্ষে ৪৫০ গ্রাম পানিতে ডুবে যায়। নিহতের পাশাপাশি ‍হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়েছে।

পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হেলিকপ্টার ও উদ্ধারকারী নৌযানের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। দুই হাজারের ও বেশি গ্রাম বন্যার দ্বারা আক্রান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্যা দ্রুত ছড়িয়ে পড়ায় ও উদ্ধারকাজে ব্যবহৃত নৌযানের সংকট থাকায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যবহত হচ্ছে। উদ্ধার তৎপরতা জোরদার করতে কর্তৃপক্ষ ফেসবুক, টুইটার ও মাইক্রোব্লগের সাহায্য নিচ্ছে।

বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এতে করে একমাত্র হেলিকপ্টারের মাধ্যমেই ওই অঞ্চলে যাওয়া-আসা সম্ভব হচ্ছে।

রোববারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তবে, ঝিলাম নদীর দ্রুত স্রোতের কারণে শ্রীনগরে অবস্থানরত অসহায় মানুষদের কাছে পৌঁছানো এখনো কঠিন হয়ে দেখা দিয়েছে।

জম্মু ও কাশ্মীরের শীর্ষ কর্তৃপক্ষ (মুখ্যমন্ত্রী) ওমর আব্দুল্লাহ জানান, রোববার সন্ধ্যার দিকে কিছু উদ্ধারকারী নৌযান উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ সময় : ০৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।