ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় শিক্ষক কলেজে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
নাইজেরিয়ায় শিক্ষক কলেজে হামলা, নিহত ১৫ সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ক্যানো অঙ্গরাজ্যে একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজে হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বোকো হারামই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে প্রশাসন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রথমে বুধবার কলেজের লেকচার হলে শিক্ষার্থীদের সমাগমস্থলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই হামলাকারীরা।

এরপর হামলাকারীদের আরেকটি গ্রুপ শিক্ষার্থীদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে। সবশেষে সন্ত্রাসীদের হামলার মুখে ক্যানো ফেডারেল কলেজ অব এডুকেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ক’জনকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়ে জঙ্গিরা।

হামলা থেকে বাঁচতে নিজের কার্যালয়ে লুকিয়ে থাকা ফেডারেল কলেজের লেকচারার ইব্রাহীম মোহাম্মদ সাংবাদিকদের জানান, ছিন্নভিন্ন মনুষ্যদেহ ও রক্তের স্রোত পুরো পরিবেশকে বিষিয়ে তুলেছে। সেই ভয়ংকর মানুষগুলো যেন এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে।

হামলার সময় অল্পের জন্য বেঁচে যাওয়া ইব্রাহীম ইয়াকুবু বলেন, সন্ত্রাসীরা প্রথমে কলেজের ফটকের নিরাপত্তারক্ষীকে হত্যা করে, এরপর অস্ত্রশস্ত্র নিয়ে নিরস্ত্র লোকজনের ওপর হামলে পড়ে।

যদিও কেউ এ হামলার দায় স্বীকার করেনি, তথাপি আগেকার হামলাগুলোর সঙ্গে এ হামলার আলামত মিলে যাওয়ায় বোকো হারামকেই দায়ী করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।