ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস’র হামলায় বাগদাদে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
আইএস’র হামলায় বাগদাদে নিহত ১৭

ঢাকা: বাগদাদের উত্তরে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অরো অন্তত ৫৪ জন।



নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, বাগদাদ থেকে ৭০ কিলোমিটার দূরে ধূলুয়া এলাকায় আইএস সদস্যরা গানবোট ও গাড়ি বোমা হামলা চালায়। এতে কমপক্ষে ১৭ জন নিহত হন। প্রায় দুই ঘণ্টা ধরে এলাকটিতে তারা তাণ্ডব চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও ইরাকি ফোর্সের সদস্য রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।