ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাঠগড়া থেকে পালাতে গিয়ে গুলিতে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
কাঠগড়া থেকে পালাতে গিয়ে গুলিতে মৃত্যু

ঢাকা: কাঠগড়া থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে দুই আসামির মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



সংবাদমাধ্যম জানায়, আসামিদের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। হঠাৎ পাশ্ববর্তী ডাস্টবিন থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে দুই আসামি নিহত হন।

দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের পূর্বাঞ্চলীয় মাথাথার হাইকোর্টের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।