ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোর বিমান হামলায় ১১ আফগান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
ন্যাটোর বিমান হামলায় ১১ আফগান নিহত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে ন্যাটোর বিমান হামলায় নারী ও শিশুসহ ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।



বুধবার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, ঘটনা তদন্তে সেখানে একটি সরকারি প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি।

কুনার প্রদেশের গভর্ণর সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে নারাঙ জেলায় ওই হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১১ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১২ জন আহত হন।

এদিকে, একই সময়ে প্রদেশের ডানগাম জেলাতেও বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অস্ত্রধারী এক জঙ্গি নিহত হয়েছে। তবে আর কারও ‍হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।