ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবাণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবাণী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় বিমান হামলা চালানো হবে আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’।



রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে রাশিয়া জানায়, জাতিসংঘের সমর্থন ছাড়া সিরিয়ায় হামলা হলে সেটি ‘আগ্রাসন’ হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আইএস জঙ্গি দমনে যখন জোট গঠনের লক্ষ্যে সৌদিতে গিয়েছেন তখনই রাশিয়ার পক্ষ থেকে এ বিবৃতিতে আসলো। সৌদিতে কেরি তেলসমৃদ্ধ আরব নেতাদের সঙ্গে মূলত আইএস বিষয়েই আলোচনা করবেন।

এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের মতো আইএসের ঘাঁটি সিরিয়ার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন সম্প্রতি। যুক্তরাষ্ট্র ইরাকে গতমাস থেকে বিমান হামলা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।