ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়‍া এয়ারলাইনসের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
মালয়েশিয়‍া এয়ারলাইনসের জরুরি অবতরণ

ঢাকা: আরেকটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল মালয়েশিয়া এয়ারলাইনস! স্বয়ংক্রিয় চালক ত্রুটির (অটো পাইলট) কারণে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি।

রবিবার এ খবর নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে এমএইচ৯৮ বিমানটি হায়দ্রাবাদ থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। কিন্তু স্বয়ংক্রিয় চালক ত্রুটির কারণে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি হায়দ্রাবাদ বিমানবন্দরেই অবতরণ করে।
 
চলতি বছরে স্মরণকালের সবথেকে বড় দুই দুর্ঘটনার শিকার হয় মালয়শিয়া এয়ারলাইনস। গত ১৭ জুলাই দুর্ঘটনায় এমএইচ১৭ বিমানের ২৮৯ জন যাত্রী নিহত হন।

এর আগে ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগরে নিখোঁজ হয় এমএইচ৩৭০। এখন পর্যন্ত বিমানটির কোনো খোঁজ মেলেনি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।