ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাইনেসের শিরশ্ছেদ বর্বর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
হাইনেসের শিরশ্ছেদ বর্বর হত্যা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: ব্রিটিশ দাতব্য সংস্থার কর্মী ডেভিড হাইনেসের শিরশ্ছেদকে (গলা কেটে হত্যা) বর্বর হত্যা বলে ধিক্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী ইরাকে ব্রিটিশ নাগরিক হাইনেসের শিরশ্ছেদের পর ওবামা একে সভ্যতা বর্জিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেন।



ডেভিড হাইনেস গত বছর সিরিয়া থেকে অপহৃত হন। এরপর শনিবার আইএস জঙ্গিরা তার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে।

এদিকে, এ ঘটনার পর শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় সব মার্কিন নাগরিকের প্রাণ হাইনেসের পরিবার ও যুক্তরাজ্যের মানুষের সঙ্গে শোকার্ত হয়েছেন।

তিনি বলেন, গভীর দুঃখে আজ রাতে সব মার্কিনি তাদের ঘনিষ্ঠ বন্ধুর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়াচ্ছে।

ওবামা বলেন, আমরা যুক্তরাজ্যের সঙ্গে একত্রে কাজ করবো এবং তাদের সঙ্গে নিয়ে এ অঞ্চল ও বিশ্বে বিচারিক ব্যবস্থাকে সুস্থিত করবো।

তিনি বলেন, আমরা আমাদের দেশের শত্রু, এ অঞ্চলের শত্রু এবং বিশ্বশান্তির শত্রুকে বিনাশ করবো।

মার্কিন প্রেসিডেন্ট গত বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে আইএস জঙ্গি দমনে যে পরিকল্পনার কথা তুলে ধরেন, বিবৃতিতে তিনি সেই একই কথার পুনরাবৃত্তি করেন।

আগস্ট মাসে ইরাকে আইএস বাহিনীর ওপর আকাশপথে সামরিক জেটের বোমা হামলা করছে। এর প্রতিবাদে এই জঙ্গি বাহিনী দুইজন মার্কিন সাংবাদিক ও একজন ব্রিটিশ দাতব্য সংস্থার কর্মী ডেভিড হাইনেসকে (৪৪) একইভাবে শিরশ্ছেদ করলো।

টাইম ও ফরেন পলিসি মাগাজিনের ফ্রিল্যান্স সাংবাদিক স্টিফেন সোটলোফের শিরশ্ছেদের ভিডিওতেই দেখা যায়, শিরশ্ছেদকারী ডেভিড হাইনেসকে এরপর শিরশ্ছেদের ঘোষণা দেয়। এরই ফল স্বরূপ হাইনেসের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করলো আইএস জঙ্গিরা।

আইএসের হাতে শিরশ্ছেদ ডেভিড হাইনেসের ভিডিও প্রকাশ (ভিডিও) -

 

** ব্রিটিশ নাগরিক জনই মার্কিনি দুই সাংবাদিক হত্যাকারী
** আইএস প্রতিরোধ পরিকল্পনা কংগ্রেসকে জানালেন ওবামা
** মোহভঙ্গে আইএসের বিরুদ্ধে ব্রিটিশ জিহাদিদের লড়াই
** আইএসের বিরুদ্ধে জোট গঠনের আহ্বান ওবামার
** আইএস নীতিতে তোপের মুখে বারাক ওবামা!
** ওবামা কী পারবেন!
** আইএসের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ অ্যামনেস্টির

 

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।