ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় হ্যারিকেন ওডিয়েলের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
মেক্সিকোয় হ্যারিকেন ওডিয়েলের আঘাত

ঢাকা: মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে হ্যারিকেন ওডিয়েল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার ‍বা ১২৫ মাইল।

সোমবার দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, ক্যাটাগরি তিন হ্যারিকেনটি বাজা ক্যালিফোর্নিয়া পেনিনসুলায় আঘাত হানে। হ্যারিকেনের আঘাতে বহু গাছপালা উপড়ে গেছে।

তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, হ্যারিকেন আঘাত অঞ্চলে সর্তকতা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া ঝড়ে ভূমিধস ও বন্যার আশঙ্কায় সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।

বিদ্যুৎ সংক্রান্ত ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রয়োজনে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে মিয়ামির মার্কিন জাতীয় হ্যারিকেন সেন্টার জানায়, হ্যারিকেনটি হবে চার নম্বর ক্যাটাগরির। আঘাতের সময় বাতাসে এর গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ মাইল। তবে উপকূলে আঘাত হানার আগে হ্যারিকেনটি কিছুটা দূর্বল হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।